About Me

জানা-অজানা তথ্যকোষ

জানা-অজানা তথ্যকোষ :- is in Bangladesh. September 17, 2017 · ১। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় — ১৯৯২ সালে । ২। ভারতে কাগজের মুদ্রা চালু করেন —লর্ড ক্যানিং । ৩। জাতীয় প্রতীকের ডিজাইনার —কামরুল হাসান । ৪। দীর্ঘ ,প্রস্থ এবং গভীরতায় দেশেরবৃহত্তম নদী — মেঘনা । ৫। তামাবিল অবস্থিত — সিলেটে । ৬। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ — মহেশখালী, কক্সবাজার । ৭। কৃষি উন্নয়নে ‘ রাষ্টপতি পুরষ্কার ‘ পদক প্রদান শুরু হয় —১৯৭৩ সালে । ৮। চিংড়ি গবেষনা কেন্দ্র অবস্থিত — বাগেরহাটে । ৯। হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় — ১৯৮৫ সালে । ১০। ‘ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ‘ এই গানটির সুরকার —আলতাফ মাহমুদ । ১১। বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা — সৈয়দপুরে অবস্থিত । ১২। দেশের প্রথম ঔষুধ পার্ক —গজারিয়াতে । ১৩। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদাপায় —জানা-অজানা তথ্যকোষ ২০০০ সালে । ১৪। সোমপুর বিহার নির্মাণ করেন —ধর্মপাল । ১৫। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও প্রতিষ্ঠিত হয় — ঈশা খান । ১৬। দ্বৈতশাসন ব্যাবস্থার অবসান করেন১৭৭২ সালে। ১৭। পূর্ববাংলার নাম ‘পূর্ব পাকিস্তান ‘করা হয় — ২৩ শে মার্চ ১৯৫৬ সালে । ১৮। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর—চাঁপাইনবাবগ ঞ্জ জেলায় অবস্থিত। ১৯। আয়তনে দেশের বৃহত্তম বিভাগ —চট্রগ্রাম । ২০। বেরুবাড়ী বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত । ২১। জাতীয় পতাকার মাপ — ১০ঃ৬ । ২২। তিস্তা বাধ বাংলাদেশের যে জেলায় অবস্থিত — লালমনিরহাট । ২৩। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী — তাজউদ্দিন আহমেদ । ২৪। দিনাজপুরের বড় পুকুরিয়া খনি যে কারনে বিখ্যাত — প্রথম কয়লা চালিত বিদ্যুতকেন্দ্রের জন্য । ২৫। মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি — তানভির কবির । শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন।

Post a Comment

0 Comments